📣বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 𝐀𝐒𝐒𝐄𝐓 (𝐀𝐜𝐜𝐞𝐥𝐞𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝐚𝐧𝐝 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐄𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜 𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧) প্রকল্পের আওতায়
ফ্রি 𝐑𝐏𝐋 (𝐑𝐞𝐜𝐨𝐠𝐧𝐢𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐏𝐫𝐢𝐨𝐫 𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠) অ্যাসেসমেন্ট-এ রেজিস্ট্রেশন চলছে ।
২ দিনের অরিয়েন্টেশন/ট্রেনিং ও ১ দিন অ্যাসেসমেন্ট মোট ৩ দিনে বুঝে নিন আপনার দক্ষতার সনদ।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (𝐍𝐒𝐃𝐀) ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (𝐁𝐓𝐄𝐁) এর মাধ্যমে অ্যাসেসমেন্ট গ্রহণ ও সনদায়ন করা হবে।
🔰আপনারা যারা
১। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন & মেইনটেনেন্স লেভেল-২
২। গ্রাফিক্স ডিজাইন লেভেল-২
করতে চান তাদের জন্য সুখবর।
আপনারা জেনে খুবই খুশি হবেন যে 𝐋𝐞𝐯𝐞𝐥- 𝟐 সম্পূর্ণ ফ্রি করার সুযোগ দিচ্ছে আপনাদেরই প্রিয় প্রতিষ্ঠান
ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা।
🔰সুবিধাসমূহঃ
🔸প্রত্যেক প্রশিক্ষণার্থী ১০০০/- (এক হাজার টাকা) যাতায়াত ভাতা পাবেন।
🔸পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীগণ 𝐍𝐒𝐃𝐀/ 𝐁𝐓𝐄𝐁 এর সার্টিফিকেট পাবেন।
🔰যোগ্যতাসমূহঃ
🔸এস.এস.সি/ সমমান পরীক্ষায় পাশ।
🔸সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
🔰প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
🔸সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি -২ কপি।
🔸শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি – ১ কপি।
🔸জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধন এর ফটোকপি -১ কপি।
🔸সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি -১ কপি।
🔰যোগাযোগঃ
ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট
৫৯-ডি/এ, দারুস সালাম (টাওয়ার), মিরপুর রোড, ঢাকা-১২১৬।
☎️ যোগাযোগঃ 01862-077789 (Whatsapp), 01734-679240 (Whatsapp)